কমেনি পেঁয়াজের দাম, মিয়ানমার থেকে আমদানি ৫০০ টন


প্রকাশিত:
৫ অক্টোবর ২০১৯ ২৩:৪৫

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ২১:৩১

কমেনি পেঁয়াজের দাম, মিয়ানমার থেকে আমদানি ৫০০ টন

প্রভাত ফেরী ডেস্ক: নতুন করে মূল্য না বাড়লেও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখনও ১০০ টাকার ওপরে। অবশ্য দুই-একদিনের মধ্যে পেঁয়াজের কেজি ৬০-৭০ টাকায় চলে আসবে বলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি যে আশ্বাস দিয়েছিলেন, বাজারে তার প্রতিফলন নেই।  পেঁয়াজের দামের লাগাম টেনে ধরতে মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্তও নেয়া হয়। সে অনুযায়ি মিয়ানমার থেকে ৪৮৩ টন পেঁয়াজ এসেছে। আরও ৪০০-৫০০ টন আজ আসবে।



রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকার ওপরে বিক্রি হয়েছে। তবে ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় নেমে এসেছে।রাজধানীর শ্যামবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, মুগদা, ফকিরাপুল ও সেগুনবাগিচা অঞ্চলের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।



কারওয়ানবাজারের পেয়াজের পাইকারি বিক্রেতা আশসাফ বলেন, ভয়ে বড় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছে। সরকারের অভিযানে মোকামে পেয়াজের দাম কমে গেছে। কিন্তু আমরা যারা আগে কিনে রেখেছি তাদের লস হচ্ছে। আবার দেখা গেল আজ সকালেই বেশি দামে কিনে আনলেও বিকেলে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।



এক প্রশ্নের জবাবে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘বাজারে পেঁয়াজের মূল্য কমানোর জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, তার ফল পেয়েছি। ইতোমধ্যেই পাইকারি বাজারে কেজিতে পেঁয়াজের মূল্য ২০-২৫ টাকা কমেছে।’ শিগগিরই এই ইতিবাচক প্রভাব খুচরা বাজারেও পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top