রাবীন্দ্রিক সংগীতের জাদুতে সিডনিতে 'ধুন ২০২৬': আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
 প্রকাশিত: 
 ২৭ জুলাই ২০২৫ ১৮:০৬
 আপডেট:
 ২৭ জুলাই ২০২৫ ১৮:০৮
                                আবু নাঈম আবদুল্লাহ : প্রভাত ফেরী ও সিডনি বিগ বি’র যৌথ আয়োজনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘ধুন ২০২৬: দ্য লিগ্যাসি ট্যুর অফ রেজওয়ানা চৌধুরী বন্যা’।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই বাংলার শিল্প, সংস্কৃতি ও হৃদয়ের সংযোগ ঘটবে এই অনবদ্য আয়োজনে। একদিকে যেমন থাকবে বর্ণাঢ্য রাবীন্দ্রিক সাজ-সজ্জা, তেমনি গানের সুরে, কণ্ঠে, কবিতায় ও পরিবেশনায় ফুটে উঠবে বাংলা সংস্কৃতির চিরন্তন সৌন্দর্য।
বিশ্ববরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা যিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক “স্বাধীনতা পদক”, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের “বঙ্গভূষণ” এবং ভারতের রাষ্ট্রীয় “পদ্মশ্রী” সম্মানে ভূষিত হয়েছেন—তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথ যেন নতুনভাবে জীবন্ত হয়ে উঠবেন সিডনির মাটিতে।
এই আয়োজনে শুধু সংগীত নয়, থাকবে বৈশাখী আমেজে বাঙালি খাবারের সমাহার। মেনুতে থাকবে ভাত, মাছ, ভর্তা সহ বাঙালিয়ানা স্বাদের সব উপাদান।
আয়োজকেরা অনুরোধ করেছেন, দর্শকরা যেন আসেন বাঙালির চিরন্তন বৈশাখী সাজে—রঙে, বর্ণে, গান আর ভালোবাসায় নিজেকে রাঙিয়ে। এই একদিন যেন দুই বাংলার মানুষ একসাথে ভুলে যাবেন সমস্ত দূরত্ব, ভাষা ও ভৌগোলিক সীমারেখা—একসাথে গেয়ে উঠবেন:
“তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে”
এই রাবীন্দ্রিক সন্ধ্যা শুধু একটি কনসার্ট নয়—এ যেন এক চেতনার মিলনমেলা। বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে ‘ধুন ২০২৬’। টিকিট ও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশিত হবে আয়োজকদের পেজে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: