বোমা হামলার হুমকি: যুদ্ধবিমান প্রহরায় অবতরণ করল ভারতীয় বিমান
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪ ১২:৪৮
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ২০:৫৯

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে বোমা হুমকির পর সিঙ্গাপুরের বিমান বাহিনী দুইটি যুদ্ধবিমান মোতায়েন করে। সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এনগ ইং হেন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়া ফ্লাইট AXB684-এ বোমা থাকার হুমকি পাওয়া যায় ইমেইলে। এরপর সিঙ্গাপুর বিমান বাহিনীর দুটি এফ-১৫এসজি যুদ্ধবিমান দ্রুত আকাশে উড্ডয়ন করে। ভারতের যাত্রীবাহী বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। এরপর ফ্লাইটটি নিরাপদে স্থানীয় সময় রাত ১০টা ৪ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।
সিঙ্গাপুরের মাটিতে অবতরণের পর বিমানটি পুলিশের হেফাজতে নেয়া হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এবং বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলও সক্রিয়ভাবে কাজ করে। বিমানটির সম্পূর্ণ নিরাপত্তা পরীক্ষা শেষে পুলিশ জানায়, কোনো হুমকির বস্তু পাওয়া যায়নি। তবে তারা বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, তারা যেকোনো ধরনের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয় এবং যারা ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না।
এদিকে, এয়ার ইন্ডিয়া সরাসরি কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ওই একই দিনে শিকাগোগামী আরেকটি ফ্লাইট নিরাপত্তা হুমকির কারণে কানাডায় জরুরি অবতরণ করে। এছাড়া, গত সোমবার মুম্বাই থেকে নিউইয়র্কগামী একটি ফ্লাইটকে দিল্লিতে ফিরিয়ে আনা হয় বোমা হুমকির কারণে। পরে হুমকিটি ভুয়া বলে প্রমাণিত হয়।
সম্প্রতি এয়ার ইন্ডিয়া ও অন্যান্য কিছু এয়ারলাইন্সের বিরুদ্ধে একাধিক হুমকি দেয়া হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
সূত্র : গার্ডিয়ান
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: