আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত
প্রকাশিত:
১৯ জুন ২০১৮ ১৪:১০
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ০৩:৪২

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৯ জন। রোববার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশেই এই বিস্ফোরণ হয়। শনিবারও এ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত হয়। ফলে দুই দিনে এখন পর্যন্ত ৫৪ জন নিহত হলেন।
রোববার প্রদেশটির জালালাবাদ শহরে গভর্নরের কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। এর দায় এখনো কেউ শিকার করেনি। তবে শনিবারের হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী আইএস। ওইদিন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান যুদ্ধাসহ সাধারণ মানুষ নিহত হয়েছিল।
নানগারহার প্রদেশের স্বাস্থ্যবিষয়ক পরিচালক নাজিবুল কামাল বলেন, রোববারের বিস্ফোরণে ১৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: