ঘুমাও পিতা মুজিব আমার : শাহনাজ পারভীন
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২২:৫৫
আপডেট:
১৬ আগস্ট ২০২০ ২২:৫৭
ঘুমাও পিতা মুজিব আমার
চোখ মুদে ঘুম যাও
তোমার সোনার বাংলাদেশ আজ
সোনার সে এক গাঁও।
এ গায়ের আজ ছেলেগুলো
'টাইগার' যার নাম
ধানে, গানে, উজান গাঙে,
হরিৎ সোনার ধাম!
মাছে, ভাতে, সবজি তাতে
দুধ দোয়া সব গাই
গোয়াল ভরা, ডেইরি করা
জার্সি মারে ঘাঁই।
ফল, ফুলেতে বাংলা তোমার
ওপচে ওঠে আজ
মুজিব শতবর্ষ এলো
খুশির কারুকাজ!
টুঙ্গিপাড়ার খোকা তুমি
দেশ সেরা আজ নাম
তোমার জন্য বাংলা এলো
'বাংলাদেশ' পেলাম।
বঙ্গবন্ধু ঋষি তুমি শান্তি
নামক নদী
ছলাৎ ছলাৎ বইছো তুমি
বইছো নিরবধি।
রইবে তুমি এমনি করে
পৃথিবী ময় দিন
ভূগোল ভরে জোরে সোরে
বইবে রিনঝিন।।
বিষয়: শাহনাজ পারভীন

আপনার মূল্যবান মতামত দিন: