নিবাস অমরা : মুহাম্মদ নুরুল হুদা
 প্রকাশিত: 
 ৩০ মার্চ ২০২৪ ১৬:৪৩
 আপডেট:
 ৩০ মার্চ ২০২৪ ১৬:৪৭
তুমি যত শুদ্ধমতী, তারও চেয়ে সতী
রাম ছাড়া কোনো জন্মে নেই কোনো পতি
পূর্বজন্ম না-ই থাক, পরজন্ম আছে
সব জন্ম একজন্ম সর্বকালে বাঁচে
তুমি আমি সেই চিরজন্মবৃত্তে ধরা
মরলোকে জন্ম যদি, নিবাস অমরা
সন্দেহে সংশয়ে তবু কাটে ইহলোক
তার নানা অভিজ্ঞান খনাসত্যশ্লোক
পাঠ করো পাঠ করো বৃক্ষলতা নদী
শিশিরের শিশুবিন্দু জলধি অবধি
জানার শুরুও নাই শেষও নাই হেতু
রোজ কিয়ামত তক গুচ্ছ ধূমকেতু
এসব জেনেও তুমি বীজে বীজে বীজ
গলায় পরেছো কেন অমরা তাবিজ?
মুহম্মদ নূরুল হুদা
জাতিস্বত্তার কবি ও মহা পরিচালক, বাংলা একাডেমী
বিষয়: মুহাম্মদ নুরুল হুদা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: