মানবতা : রোকেস লেইস
প্রকাশিত:
১৯ মে ২০২০ ২২:০১
আপডেট:
৫ নভেম্বর ২০২৫ ০৯:৩৪
মানবতা, কখনোই স্বচ্ছতায় সাবলীল
স্নিগ্ধ অবগাহনে ছিলো না বিধৌত।
অনাদি কিম্বা আদি থেকেই সকণ্টক
প্রতিকুল পথ মাড়িয়ে শ্রেষ্ঠত্বের উন্নাসিকতা
ধারণ করেই লক্ষ-কোটি কিংবা তারো অধিক
আলোক বর্ষ পেরুতে পেরুতে একুশ শতকের
সর্ব উৎকর্ষতার সুউচ্চ শিখড়ে অধিষ্ঠিত ।
শুরু থেকেই জোটবদ্ধতায় মানবতা প্রস্ফুটিত
তথাপি তুচ্ছতায় প্রবল পরাক্রমে পর্যুদস্ত হয়েছে
বারবার ; পঙ্কিল সহিংসতায় হয়েছে ছিন্নভিন্ন।
বিষয়: রোকেস লেইস

আপনার মূল্যবান মতামত দিন: